◾ হঠাৎ হাত ছেড়ে দিলো?
◾ তোমার অনুভূতি বুঝতে চাইছে। হাত বাড়িয়ে দাও।
◾ মুখের দিকে আড়চোখে তাকাচ্ছে?
◾ চুমু চাইছে। ঠোঁট বাড়াও।
◾ অনুযোগ করে চলেছে?
◾ অসহায় বোধ করছে। আলিঙ্গনে জড়িয়ে নাও।
◾ চুপচাপ হয়ে গেলো?
◾ সমস্যায় পড়েছে, জানাতে চাইছে। জিজ্ঞেস করো─ "আমাকে বলা যায়?"
◾ এড়িয়ে চলছে?
◾ তোমার মনোযোগের অভাব লক্ষ্য করেছে। আন্তরিক হও।
◾ অস্থিরতায় ভুগছে?
◾ হারানোর আশঙ্কা এটা। পাশে থাকো, বুঝিয়ে দাও─ "আছি তো!"
◾ খুনসুটি করছে?
◾ আদর চায়। ব্যস্ততা সরিয়ে রাখো আপাতত।
◾ কাঁদছে গোপনে?
◾ মিস করছে। ছোঁও।
মানুষ, তোমার মানুষকে বোঝো।
Collected...
Comments
Lunar_Echoes (December 2, 2024 22:54)
Wait a minute...গোপনে কাঁদলে বুঝবো কি করে?!?!?!
ekanto_golap (December 24, 2024 18:43)
ব্যাপার টা তো চিন্তার !!!!
anonymous (December 2, 2024 01:12)
আর সব একসাথে করলে? 🫥🫥🫥
ekanto_golap (December 2, 2024 07:56)
এমনটা করে নাকি???
anonymous (December 2, 2024 22:42)
হ্যাঁ করে তো
who_am_i (December 2, 2024 01:11)
ঠোঁট বাড়াবো 😱
ekanto_golap (December 2, 2024 07:55)
হ্যাঁ, বাড়াবেন । প্রয়োজনে দাঁত ব্রাশ করে নেবেন ।
who_am_i (December 2, 2024 22:42)
লজ্জা লজ্জা 🫥। আপনার বুঝি লজ্জা নেই?
ekanto_golap (December 24, 2024 18:42)
না , ভালোবাসায় লজ্জা থাকতে নেই