দুধভাত টপ অর্ডার

by who_am_i | Published on November 26, 2024

বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা এখন এমন যে, দুই-তিনটা উইকেট যাওয়ার পর থেকে সিরিয়াসলি ব্যাটিং শুরু হচ্ছে মতো মনে হয়। এর আগে কেউ আউট হলে গায়েই লাগে না, মানে এখন আমার ভাবটা এমন যে, আরে দুই-তিনটা উইকেট যাক গা বাংলাদেশের, এরপর খেলা শুরু হবে। Pathetic!

Comments

No comments yet.