"অধিকার"

by ekanto_golap | Published on November 25, 2024

আমরা অনেকসময় ভেবে থাকি যে , ভালোবাসলেই অধিকার খাটানো যায় , ভালোবাসলেই বুঝি অধিকার পাওয়া যায় । কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা ।
আপনি কারো উপর অধিকার তখনই খাটাতে পারবেন যখন সেই মানুষ টা ও আপনাকে ভালোবাসবে । কিন্তু যে আপনাকে ভালোবাসে না তার উপর আপনারও কোনো অধিকার থাকে না । বরং ওই ব্যাক্তির মধ্যেই আপনার প্রতি একধরনের অধিকার জন্মাবে, যেটা তার অজান্তেই আপনি নিজের অত্যাধিক ভালোবাসা প্রকাশের মাধ্যমে তাকে দিয়ে থাকেন । আপনার ভালোবাসা যত প্রকাশ পাবে তার অধিকারের মাত্রাও ততটাই বৃদ্ধি পাবে ।
তবে ভালোবাসার সম্পর্ক ততক্ষণই শান্তিপূর্ণ থাকে যতক্ষণ না পর্যন্ত সেখানে অধিকারের জায়গা তৈরি হয় । কারণ আপনারা দুজনই যখন একে অপরকে ভালোবাসেন তখন আপনাদের মধ্যে একধরনের প্রতিযোগীতা চলতে থাকে । সব কিছু সমান করার প্রতিযোগীতা, সম্পর্কের দায়ে সব ব্যাপারে অধিকার আদায়ের প্রতিযোগীতা । নিজের সমস্ত অধিকার আদায়ের জন্য মানুষ অন্যের স্বাধীনতার কথা ভাবে না । আর এটাই মানুষকে হিংস্র করে তোলে ।
কোথাও যেন পড়েছিলাম, "অধিকার ততদূরই ভোগ করা যায় , যতদূর তা অন্যের অধিকার লঙ্ঘন না করছে ।"
তাই তো বলি , "ভালোবাসা গোপনেই সুন্দর"।

Comments

alter_ego (November 27, 2024 23:18)

ভালোবাসা গোপনেই সুন্দর, তবে ভালোবাসা তো আপনিই প্রকাশ পেয়ে যায় 😪

ekanto_golap (November 29, 2024 12:46)

প্রকাশ পাওয়া আর প্রকাশ করা দু ' টিই কিন্তু আলাদা

anonymous (November 26, 2024 00:09)

ভালোবাসা গোপনেই সুন্দর - এটা একসময় আমি খুব বলতাম 💛 এই যে সবকিছু সমান করার প্রতিযোগিতা, অধিকার আদায়ের প্রতিযোগিতা, এগুলো নিয়ে যারা সচেতন থাকে, তাদের অবশ্য অশান্তি তৈরি হয় না। Very very vwry well written!!! 👌👌👌

ekanto_golap (November 26, 2024 17:54)

Yup 💫