"তুমি"

by ekanto_golap | Published on November 23, 2024

' তুমি ' - ভীষণ অদ্ভুত একটা শব্দ তাই না.?

একটাই শব্দ অথচ কতো শত গল্প, আবদার, আক্ষেপ .!
প্রত্যেক টা মানুষের জীবনে আলাদা আলাদা চাওয়া থাকে , স্বপ্ন থাকে , আকাঙ্ক্ষা থাকে। অথচ একটা "তুমি" সবাই চায়।

পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ ....
প্রত্যেকের চাওয়ায় লিস্টের শীর্ষে এই "তুমি"..
রাস্তায় খড় কুটোহীন মানুষটা থেকে বিলগেটস - সবার চাওয়ায় " তুমি" ...
মানুষ হোক বা প্রাণী একটা "তুমি" নাকি পাখিদের ও চাই..

শত অপেক্ষার কারণ এই একটা "তুমি"..
কত আক্ষেপ এই " তুমি" কে ঘিরে..
প্রার্থনার আর্তনাদে সেই "তুমি" ..
অভিযোগে তুমি - অভিমানে তুমি..
কল্পনায় তুমি - বাস্তবে তুমি..
কাব্যে তুমি - কবিতায় তুমি..
গল্পে তুমি - উপন্যাসে তুমি..
"তোমায় " নিয়ে যত সুখ - যত দুঃখ সব "তোমায়" নিয়ে..
সৃষ্টির শুরু থেকে যত অনুভুতি সব "তোমায়" নিয়ে..

কত কবি চলে গেলো শুধু " তোমায় " নিয়ে লিখে.. আজও কত মানুষ লিখছে শুধু " তোমায়" নিয়ে..
কত গান কত অনুভূতি সবটাই এই একটা ই " তুমি" নিয়ে..
তবু " তোমায়" নিয়ে লেখা শেষ হয় না - বলা শেষ হয় না, শেষ হয় না অনুভূতি...

কে এই "তুমি"..?
তোমায় তো আমি চিনতাম না - দুদিন আগেও পরিচয় ছিল না আমাদের....!!
অথচ আজ এই "তুমি" টা আমার কাছে ভীষণ দামী..!
আমায় হারিয়ে আমি "তোমাতে" বাঁচি..!
আমায় হারিয়ে আমি "তোমাকে" খুঁজি..!
একটাই "তুমি" অথচ বরবাদ আমি..!
এটা কি নিজের সাথেই নিজের বেইমানি নয়..?
তাও আমি নিজেকে ভুলে সেই "তোমাতে" বাঁচি..!!

Collected ©️

Comments

anonymous (November 24, 2024 18:42)

এখন কি আপনারও একটা তুমি লাগবে যে???

ekanto_golap (November 24, 2024 19:02)

কেন? আপনি কি একটা তুমি জোগাড় করে দিবেন নাকি?

anonymous (November 24, 2024 19:18)

আমি জোগাড় করে দিলেই কি আপনি নিবেন নাকি???

ekanto_golap (November 24, 2024 20:31)

নেওয়া না নেওয়ার ব্যাপার টা তো পরে আসতেছে। তাছাড়া ফ্রি তে পেলে নিতে আপত্তি কিসের ? আর এমন ভাবে জিজ্ঞেস করতেসিলেন ,আমি তো ধরেই নিসিলাম যে আপনি কোনো তুমি পাচারের ব্যবসা করেন হয়তো।

Saif_muhi (November 24, 2024 20:53)

Bhai ki "tumi" er bebsha kore naki??😐🙂😱😱😱😱

anonymous (November 24, 2024 22:26)

আমি তো তুমি নিয়ে এত কাব্য দেখে ভাবলাম আপনি তুমিহীনতায় ভুগছেন, তাই বললাম আরকি!