গান, গল্প, কাব্য ও সঙ্গী

by anonymous | Published on November 4, 2024

দিনশেষে, মাসশেষে, বছরশেষে ঘুরেফিরে আশ্রয় নিই গানের কাছে। মানুষের কাছে নিজেকে প্রকাশ করা বৃথা মনে হয়। যেসব কথা একান্ত ব্যক্তিগত, যেসব কথা নিজের ক্ষত হৃদয়ের, বাঁধভাঙা উচ্ছাসের, স্বপ্নের - সেসব কথা বলি আমি গানের কাছে, কবিতার কাছে, গল্পের কাছে। এজন্য আমাকে বোঝার কেউ নেই - এসব ভেবে কখনো একা অনুভব হয়নি। আমি যা বলতে চাইছি, কোনো না কোনো গান তা যেন আমার হয়ে বলে দেয়, লেখক তার লেখনীর মাধ্যমে প্রকাশ করে শৈল্পিকভাবে। এজন্য মানববিহীন জীবন আমার কাছে স্বাচ্ছন্দ্যের জীবন।

শুনেছি গাছেরা নাকি মানুষের কথা, মানুষের অনুভূতি বুঝতে পারে। হয়তো এমন এক দিন আসবে, যখন আমি বাস করব প্রকৃতির খুব কাছাকাছি। আমার কথা বোঝার জন্য অনেক গাছ থাকবে, যারা আমায় বুঝবে, তা প্রকাশ করবে তাদের নীরবতার মাধ্যমে, রহস্যের মাধ্যমে, যে রহস্য আমার আর তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Comments

No comments yet.