❝বিয়ে❞

by Oxygen | Published on November 18, 2024

সময় নাও..........................
Don't hurry into everything.
এতে করে তেমন কোনো ক্ষতি হবে না।।
অনেক মেয়েই আছে যারা চায় বিয়ে করতে কারণ বিয়ে অনুষ্ঠানটাই অনেক মজার,মেহদি লাগানো,লেহেঙ্গা,শাড়ি পড়া, জামাই আসবে নিতে, আরও কত........হ্যাঁ ব্যাপারটা সত্যিই সুন্দর কিন্তু বিয়ে ব্যাপারটা কেবল এমন নয়, আমি বলছিনা সহজ কিংবা কঠিন।এই সুন্দর বন্ধনটাকে সহজ কিংবা কঠিন এর মধ্যে ফেলা যায় না। It's a huge commitment so . বিয়ে ব্যাপারটার মধ্যে থাকতে হয় যত্ন, সত্যতা, সম্মান,দায়িত্ব,একে অপরের প্রতি অসীম ভালোবাসা,একে অপরকে বুঝা।। তাই সময় নাও, সঠিক মানুষটাকে খুঁজো, মানুষটার সাথে সময় কাটাও,মানুষটাকে জানো,তারপর ভাববে হ্যাঁ এই মানুষটাকেই আমি চাইছিলাম যার সাথে আমি বুড়ো হতে পারবো,যার সাথে আমি শেষ নিশ্বাসটাও নিতে পারবো।।
এই রকম মানুষ পেলেই তবেই তুমি করো বিয়ে নইতো নয়।।।💝

Comments

Saif_muhi (November 18, 2024 12:54)

"Shotik manush" er definitions ta ektu bujhai bolben??moshkari na ami shotti jante chacci😊🤗 [ami bangla type krte janina taii english e type krtesi]

Oxygen (November 18, 2024 16:32)

Oxygen (November 18, 2024 16:45)

সঠিক মানুষের সংজ্ঞা টা একএক জনের কাছে একএক রকম,, কারণ সবার মন তো এক রকম নয়,, সবার চাওয়া পাওয়া তো এক রকম নই।। তবে আমার দিক থেকে যে মানুষটার সাথে তোমার সম্পর্কটা হবে যত্নের, সম্মানের,, একে অপরের চাওয়া পাওয়াকে বুঝা, একে অপরের হওয়া ভুলটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে সেটা শুদরিয়ে দেওয়া,,কেননা মানুষ মাএই ভুল তাই মানুষের ভুল হতেই পারে।সম্পর্কটা থাকবে সত্যতার,,যাকে কখনো তোমার হারানোর ভয় থাকবে না,যার মধ্যে থাকবে অসীম ভালোবাসা তোমার জন্য।।💝

Saif_muhi (November 18, 2024 23:43)

Hmmmmm hmmmm👀 👀😊🎀