সম্পর্ক হলো শর্তসাপেক্ষ বন্দীজীবন। আমরা যেমন কোথাও একাউন্ট খোলার সময় terms & conditions না পড়েই একাউন্ট খুলে ফেলি, সম্পর্কও এরকম। পরে দেখা যায় নানারকম জটিলতা। আগের মতো কথা বলার স্বাধীনতা, মেলামেশার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা থাকবে না। কারও সাথে কথা বলতে গেলেও ভাবতে হবে, সে শুনলে কষ্ট পাবে না তো? কারণ সে কষ্ট পেলেও আবার তোমার খারাপ লাগবে, আবার আগের মতো চলাফেরা মেলামেশা করতে পারছো না বলেও তোমার খারাপ লাগবে। তাকে তুমি বোঝাতে পারবে না যে আমি এমনই ছিলাম, এখন এমনই থাকলে কষ্টের কি আছে! জীবিকার প্রয়োজনে ব্যস্ত থাকলেও সে তাতে অন্য মানে খুঁজবে।
তুমি না পারবে ছাড়তে, না পারবে নিজে শান্তিতে থাকতে, এ যেন do dhari talwar.
তুমি মনে মনে গাইবে,
"আমি ফাইসা গেছি,আমি ফাইসা গেছি
আমি ফাইসা গেছি,মাইনকার চিপায়।
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়।
আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়।"
Comments
Lunar_Echoes (November 17, 2024 13:32)
ব্যাপার না, আপনি ব্যস্ত থাকুন আর তাকেও বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। তাহলে সবকিছুর অন্য মানে খুঁজার সময় আর ইচ্ছা কোনোটাই থাকবে না।
anonymous (November 17, 2024 22:23)
WOWOWOWOWOWOWOW!!!
alter_ego (November 18, 2024 12:23)
সে তো আমার খুঁত ধরা আর অদ্ভুত রকমের এক্সপেকটেশন রাখা নিয়ে ব্যস্ত থাকেই, আমি আলাদা করে কি আর ব্যস্ত রাখবো!