মাঝে মাঝে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় । আমার কাছের মানুষগুলোই আমাকে এসব ভাবতে বাধ্য করে । আমার মতো একজন মানুষ তাদের জীবনে আছে । অথচ তারপরও তাদের জীবনে কিছু একটার অভাব থাকে , তাদের কিছু একটা নিয়ে হতাশা থাকে। আমি থাকার পরও তাদের যেকোনো ধরনের কথা বলার মতো কেউ থাকে না । তাদের একটাই কথা ,"আমার তো কেউ নেই"।
মাঝে মাঝে মনে হয় ,"My whole life was a lie"
So,It's better to be alone..........
Comments
kobita (November 17, 2024 00:41)
এটাও তো হতে পারে, "তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়" হয়তো সেও কষ্টে আছে, সে কষ্ট থেকে বলেছে। ভালোবাসা এমনই, দুজনেই দুজনের অজানা কারণে যন্ত্রণাভোগ করে।
anonymous (November 17, 2024 00:16)
তোমার ভেতরে একা ভেঙে পরে কেউ...