বর্তমানে Gen-Z attachment জিনিস টা কে খুব ভয় পায়। কারণ এরা প্রত্যেকই জীবন চক্রের কোনো একটা সময় কারো সঙ্গে attached ছিল। তবে শুধু Gen-Z বললে ভুল হবে, মোটামুটি প্রতিটা মানুষই কখনো না কখনো এই ধরনের সম্পর্কে ছিল।
সাধারণত আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ আসে যারা হঠাৎ করে নিজের অজান্তেই আমাদের খুব কাছের কেউ হয়ে যায়। প্রথম প্রথম আমরা এই মানুষগুলো কে নিয়ে তেমন একটা ভাবি না। কিন্তু যত দিন যাবে তত কথা বাড়বে এবং তাদের মধ্যে বিশেষ কিছু গুণ লক্ষ্য করা যাবে (আসলে গুণ নাকি মায়াজালে ফাঁসানোর আধুনিক কোনো পদ্ধতি তা আমার ঠিক জানা নেই)। যেমনঃ বিপরীত পক্ষের মানুষ টা নিজের life-এর অতন্ত্য ক্ষুদ্র বিষয় টা ও আপনার সঙ্গে share করবে, যেকোনো স্বীদ্ধান্ত নেওয়ার আগে আপনার কাছ থেকে পরামর্শ নিবে, আপনার ভালো থাকা-খারাপ থাকা নিয়ে খুব ভাববে, প্রতিদিন আপনাদের কথা হবে। আপনি না চাইলেও সে আপনাকে কথা বলতে বাধ্য করবে। আপনাকে অধিকারের জায়গা দিবে। কখনো কখনো আপনার মনে হবে, "এ তো আসমান থেকে আসা কোনো ফেরেশতা যে কিনা আমার এতো খেয়াল রাখছে"। এরপর আপনিও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে যেতে থাকবেন। তার ছোট খাটো কথাবার্তা, আচার আচরণ সব কিছু আপনাকে ভাবাবে। আপনার মনে হবে এই মানুষ টা ছাড়া আর কেউ পৃথিবীতে নেই যে কিনা আপনাকে বুঝে, চেনে, গুরুত্ব দেয়। যার কারণে আপনিও বাকিদের কাছ থেকে নিজেকে আলাদা করতে থাকবেন এবং নিজের সব সময় শুধু তার জন্যই ব্যয় করবেন। এরপর একটা সময় আপনি পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়বেন। আর এই সময় টা তে মানুষ টা বদলাতে শুরু করবে। সে বুঝতে শুরু করবে তাকে ছাড়া আপনি অচল। হঠাৎ করেই সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজের life নিয়ে খুব ব্যস্ত হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলা কিংবা সময় কাটানো তার কাছে অহেতুক সময় নষ্ট করা ছাড়া কিছুই না। এসব কিছু আপনাকে মানসিক অশান্তি দিবে এবং যখন আপনি তার কাছে নিজের অনুভুতি প্রকাশ করবেন তখন তার মন্তব্য হবে, "Never expect too much from anyone"। তার এবং আপনার মতামত মিলবে না। সে নিজে কিন্তু আপনার কাছ থেকে সরে আসবে না। সে আপনাকে সরে আসতে বাধ্য করবে এবং আপনিও আস্তে আস্তে দূরে সরতে থাকবেন। আপনার খুব কষ্ট হবে কিন্তু তখন আর কোনো উপায় থাকে না। একপর্যায়ে আপনাদের দুইজনের পথ আলাদা হয়ে যাবে, অনেকদিন কথা হবে না, দেখা হবে না। যেন সে এক অজানা মানুষ! অথচ তাকে ছাড়া একটা দিনও আপনি কল্পনা করতে পারতেন না।
আসলে মানুষ দূর থেকেই সুন্দর।
All this reminds me of the line,
যে যায় সে কি আসে?
যে যায় সে কে আসলে ছিল?
Comments
Oxygen (November 18, 2024 15:52)
Delete negative people,forget your past,, আর নিজের জীবনে হওয়া ভুলগুলোকে গ্রহণ করে নতুন জীবন শুরু করো আর এগিয়ে যাও💝
ekanto_golap (November 19, 2024 13:31)
😊
Saif_muhi (November 17, 2024 12:48)
Ar hea ore nia chinta korienna...apni jtw ore nia bhabben apni nijk arw hurt krben...Plus or nijer ego takeo apni satisfy kore diccen hudai...move on..he/she doesn't deserve your love...
Saif_muhi (November 17, 2024 12:23)
O jodi tmk chara thkte pare tahole tumi kno prbena?? Shore esho or thk...dekhia dao j tumi ok chara cholte parba...kichu kichu manush ase jara nijdr ego take satisfy korar jonno 1st e thik take then onno rokom hoie jai...amr satheo hoise ami shore asci...ojotha or jonno nijr heart take pathor bananor mane neii..j tmr bhalobasha deserve kore or jonno heart ta soft kore rakho🤗🎀
anonymous (November 17, 2024 22:21)
WOWOWOWOWOWOWOW!!!!
ekanto_golap (November 19, 2024 13:31)
Thank you
alter_ego (November 17, 2024 00:37)
Bro you should leave the person. He/she doesn't deserve your love 💔
ekanto_golap (November 19, 2024 13:30)
Yup
kobita (November 17, 2024 00:33)
মনের মতো সুন্দর!!!
kobita (November 17, 2024 00:33)
এজন্যই মানুষ নিজেকে খুঁজে পেতে বারেবারে গান-কবিতার আছে ফিরে আসে 💚
ekanto_golap (November 19, 2024 13:30)
Hu 🙃
anonymous (November 17, 2024 00:22)
Toxic Love
ekanto_golap (November 17, 2024 11:11)
Yup , but I thought you would say, "nothing lasts forever".Thank God
anonymous (November 17, 2024 22:26)
Ehh ?!?!?!? How could you know what I would say???
ekanto_golap (November 17, 2024 22:56)
আপনি না,প্রায় সবাই এক কথায় বলে ।"Nothing lasts forever" মূলত মানুষ দুই টি কারণে এটা বলে , প্রথমত,সে আগে কখনো ছ্যাঁকা খাইসে। দ্বিতীয়ত, তার নিজেরই চলে যাওয়ার প্ল্যান আছে ।
anonymous (November 17, 2024 23:10)
But that's a lyrics. Keu eta bollei j tar chole jawar plan ache eta kmn kotha!