ফ্রেইম

by Tunna | Published on November 15, 2024

গিয়েছিলাম তোমার শহরে
খুঁজেছি তোমাকে হাজারো মানুষের ভিড়ে

কিছু অনুভূতি মনের
বলতে চেয়েছি বার বার
কিন্তু প্রকাশ করা হয়ে উঠেনি কোনোবার

তবে আমার গল্প তোমার আজও অজানা
তোমার শহরে হারিয়ে ফেলেছি আমার ঠিকানা

অব্যক্ত অনুভূতি গুলো মনের মধ্যে ঝট পাকিয়েছে
সত্যি বলছি কথাগুলো শুধু তোমাকেই বলার আছে

চুপ করে আছো যে,
এটা কি নতুন করে মায়ায় জড়ানোর ফন্দি
চলো তুমি আমি মিলে করে ফেলি সন্ধি
আমি আজও তোমার চশমার ফ্রেমেই বন্ধি

Comments

who_am_i (November 15, 2024 13:00)

চশমার ফ্রেমেই বন্দি - wowowowoowowowowow!!! Kya line heyyy!! 🫡

Tunna (November 15, 2024 22:37)

🤐🤐😂