প্রকৃতি প্রেম
আমরা অনেকেই প্রকৃতিকে ভালবাসি। গাছপালা,বন- জঙ্গল খুবই প্রিয়। আবার কিছু মানুষ আছে যারা প্রকৃতি প্রেমী হয়েও প্রকৃতির কাছে যেতে পারে না কিন্তু এতে করে এই টান আরো মজবুত হয়। আমার খুব ইচ্ছা করে কোনো গাছ দেখলে গাছটার নাম কি,কি উপাদান দিয়ে তৈরি আবার পাহাড় -পর্বত দেখলেও একই জিনিস কি পাথর বা মাটি দিয়ে তৈরি ইত্যাদি। কিছু মানুষের ভাগ্য ভালো হওয়ায় তারা প্রকৃতির কাছে যেতে পারে কিন্তু আমার তাদেরকে আরো বেশি দুর্ভাগা বলে মনে হয় যারা প্রকৃতির কূলে গিয়েও ছবি তুলতে ব্যস্ত থাকে। এই প্রকৃতিকে ভালোবাসলে সে আমাদের দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে।আর সব থেকে বড় কথা প্রকৃতির সাথে আমরা যতই অন্যায় করি না কেন সে কখনো প্রতিশোধ নেয় না। আর আমার মনে হয় প্রকৃতিকে ভালোবাসার মতো পবিত্র ভালবাসা খুবই কম হয়। তাই আমিও এই প্রকৃতির তীরে কবি জীবনানন্দ দাশের মতো বারবার ফিরে আসতে চায়।
Comments
anonymous (November 10, 2024 00:57)
প্রকৃতি প্রতিশোধ নেয় না কথাটার সাথে একমত না। ওরকম হলে কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতো না।
Cobalt (November 10, 2024 12:50)
এই ক্ষেত্রে তো প্রকৃতির কিছু করার থাকে না
anonymous (November 10, 2024 13:06)
😵💫😵💫😵💫 প্রকৃতির কিছু করার থাকে না মানে? কথাটা শুনে কিছুক্ষণের জন্য মনে হইসে প্রকৃতি কোনো মানুষের নাম 🙄