প্রেম মানে তোমার সাথে দেখা
দীর্ঘ এক বছর পর,
প্রেম মানে দূর থেকে তোমায় দেখে
খুঁজে পাওয়া আমার অদ্ভুত অনুভূতির শহর।
প্রেম মানে মগজে তোমার কন্ঠ
কিছু সময় গুনগুনিয়ে যাওয়া,
প্রেম মানে অলস সময়ের কল্পনায়
তোমার পিছু পিছু ছুটে যাওয়া।
প্রেম তুমি অল্পক্ষণের দেখাতে
ফ্রেমে বন্দি করে রাখা ছবি,
আঁকতে গিয়ে ও পারিনা যে
কাঁপুনিতে হয়ে যায় হিজিবিজি।
প্রেম মানে জানালার পাশ দিয়ে যাওয়ার সময়
হঠাৎ এক অস্বস্তিবোধ জন্ম নেওয়া,
প্রেম মানে সেই জানালার ভেতর থেকে
তোমার শব্দ শুনতে পাওয়া।
প্রেম মানে তোমায় আবিষ্কারের নেশায়
কালের খেয়ায় নিজেকে ভাসিয়ে দেওয়া,
কিছুটা স্মৃতি আর বাকিটুকু কল্পনা মিলিয়ে
আপন আলোতে তোমায় সৃষ্টি করা।
প্রেম মানে এই ভুল জন্মের সময়ে
স্বপ্নভঙ্গ যুবকের যন্ত্রণা ভোলার অনুপ্রেরণা,
ঘুণে ধরা সমাজে আরেকটা দিন বাঁচার চেষ্টায়,
প্রেম তুমি পুরোটাই ব্যর্থ কবির কল্পনা।
Comments
No comments yet.