নির্বাক শ্রোতা আমি
তুমি সাহিত্যের কবি
আমার কম্পিত স্পন্দন
তোমার কণ্ঠে আবৃত্তি শুনতে আগ্রহী,,
তোমার কবিতায় আমি হতে পারি বিদ্রোহী
কাব্যে তোমার লেখা প্রতিটি লাইন
ভেঙ্গেছে সমস্ত শৃঙ্খলতার আইন।
তুমি তো ভালোবাসার লেখক
গল্প লিখেছো হরেক
রূপের ছটার বর্ণনাতে আলো জ্বেলেছো অনেক।
সঙ্গীতের সাধক তুমি
সাধনা তোমার গান
ব্যাকুল মোর হৃদয়
তোমার কণ্ঠে শুনবে গান।
তোমার বাণীতে সুন্দরী আমি
রূপসী আমার নাম
প্রেয়সী হয়ে থেকে যেতে চাই
তোমার মায়ার টান।
চিত্রশিল্পী তুমি
ভালোবাসার তুলিতে এঁকেছো আমার ছবি
হৃদয়প্রকোষ্ঠ এক্সরে করলে দেখা যাবে সবি
মহাশিরার রক্ত দিয়ে করেছো ছবি রং
প্রশ্বাসে আমার অস্তিত্ব,,স্পন্দনে মন
তোমার গল্পে মায়াবী আমি
হরিণী আমার চোখ
টোল পড়া গালের হাসি
মুগ্ধ করা মুখ...
ভালোবাসার কারাগারে,,
তুমি বিচারক
বন্দী হয়ে থেকে যেতে চাই
তবে সাজা শুনানো হোক।।
Comments
anonymous (November 9, 2024 01:09)
হৃদয়প্রকোষ্ঠ এক্সরে করলে দেখা যাবে সবি - 😱😱😱
Tunna (November 10, 2024 15:02)
হ্যাঁ,,যাবে যদি এক্সরেটা আমি নিজ হাতে করি😂😂
anonymous (November 11, 2024 13:06)
Very dangerous!!!
Tunna (November 12, 2024 00:30)
😂😂