চিঠি দিবসে তার লেখা একটি ছোট্ট চিঠি :
প্রিয়,
ভালোবাসা প্রকাশে আমি বরাবরই কাঁচা। কোনোদিন সামনে গিয়ে বলার সাহস হবে কি না জানি না। প্রথম দেখাতেই প্রেমে পরে গেছি এই কথায় আমি বিশ্বাসী না। প্রথম দেখাতে যেটা হয় তা হচ্ছে ভালোলাগা সত্যি বলতে প্রথম দেখাতে তোমার প্রতি এই ভালোলাগাও আসে নি। কিন্তু আস্তে আস্তে তোমায় যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। তোমার স্টোরিতে দেয়া পিকে দেখা তোমার ঐ বাঁকা ঠোটের মাঝখানের দাঁতগুলো তোমার খোলা চুল, তোমার টোল পরা ওই হাসির প্রেমে পরে গেছি। শুনেছি ভালবাসা মুগ্ধতা ছড়ায়। তাই হয়তো দিন দিন তোমাতে মুগ্ধ হয়ে যাচ্ছি
তুমি যেভাবে আমার আত্মাকে স্পর্শ করেছ আমি তার প্রেমে পড়েছি। আমি জানি না তুমি আমার কাছে সত্যিকার অর্থে কতটা বোঝায়।
পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে কিন্তু কাওকে মন ভরে দেখতে চাওয়ার অসুখ ভয়ংকর। তোমায় দেখি কখনও স্টোরিতে কখনও আমার গ্যালারির স্কিন সর্টে কখনও আমার ফোনের ওয়ালপেপারে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম মায়াময় গোলাপ। কোনো এক গোধুলী লগ্নে সূর্যের আবছা আলো এসে পরবে তোমার মুখে আর আমি দুষ্টু ছেলের মতো ওই টোল পরা গাল টেনে বলবো ভ{....}। চলো একদিন হারিয়ে যাই, কোনো হুটতোলা রিক্সায়, যাবে তো?
তাহলে আজ তার জীবনে আমি নেই কেনো??🤍
যদিও এখন আর দুঃখ হয় না...🥀
Comments
kobita (November 7, 2024 18:01)
হয়তো সে চিঠি লেখাতেই পারদর্শী, ভালোবাসতে নয়
_honey_pie_ (November 7, 2024 22:18)
মিথ্যে কবি.. 🤍🥀
anonymous (November 7, 2024 17:59)
সত্যিসত্যি নাকি? 😨😨😨