অন্যভুবন

by kobita | Published on November 7, 2024

আজ রাতটা ভীষণ দীর্ঘ
এক অনন্তকালের অপেক্ষার আভাস,
ঘড়ি টিক টিক শব্দে তার অস্তিত্ব জানিয়ে যাচ্ছে
যেন প্রতিটি শব্দই এক একটি হাতুড়ির আঘাত।
নিউরনগুলো আজ বড্ড ব্যস্ত
অতীতের ডেস্কগুলো হাতড়ে যাচ্ছে অবিরত,
হারিয়ে যাচ্ছি আমি অন্য সময়ে
যে সময়ে তার অস্তিত্ব ছিল সর্বত্র,নিঃশ্বাসের মত।

এইতো শোনা যাচ্ছে তার কন্ঠ
ভীড়ের মাঝে হঠাৎ আমায় ডাক দেওয়া,
কথার মাঝে উপচে পড়া হাসির শব্দ
যেন হাতভর্তি কাচের চুড়ি ঝনঝনিয়ে যাওয়া।
স্মৃতির ঘোলা জলের গভীরে গেলাম আরো
এইতো তাকে দেখতে পাচ্ছি স্পষ্ট,
এখানেই থাকতে চাই হাজার বছর
হে স্রষ্টা,যেন এই ছবিটা কখনো না হয় নষ্ট।

কল্পনার সমুদ্রে দক্ষ সাঁতারু এবার আমি,
চলছে তার সাথে কথোপকথন,
দেখছি অবাক মায়াকাড়া অভিমানী সেই চাহুনি
শুনছি তার জীবনের সাতকাহন।
কল্পনা মেলছে ডানা,দিলাম তাতে রঙ
অবাধ্য মনের সাহসে ছুঁতে গেলাম তাকে,
গালদুটো তার এখনো কোমল স্নিগ্ধ
যেন নিজেকেই খুঁজে পেলাম এই স্পর্শানুভূতিতে।

হেঁটে যাচ্ছি আমি স্মৃতির শহরের অজানা এক গলিতে
হঠাৎ করেই গেলাম কোথায় হারিয়ে,
রঙগুলো সব অন্ধকারে মিশে গেল
ঘড়িটা এখনো টিক টিক করেই যাচ্ছে।
এই রাত আমার কাছে বিশেষ নয়
প্রতি রাতেই আমি যেতে থাকি স্মৃতির দিগন্তে,
এ পথ জটিল হলেও ঠিকানা জানা আছে,
ফাইলগুলো তার রাখা যে আছে সযত্নে।

Comments

No comments yet.