মানবী

by kobita | Published on November 5, 2024

হে মানবী,
তুমি কি সেই বটবৃক্ষ?
যার কোনো সরলতা নেই,আছে শুধু গাম্ভীর্য?
তোমার আশ্রয়ে চিরকাল হয়তো থাকব ভালো,
কিন্তু হৃদয়ের গভীরে জমানো কথাগুলো কি তুমি জানো?

হে মানবী,
মাঝে মাঝে ছড়িয়ে দিও শিউলীর মত গন্ধ,
সেই সুবাসে আবারো আমি হতে চাই জীবন্ত।
মুচকি হাসি দিও তুমি গল্প বলার মাঝে,
চাঁদের আলো ম্লান হবে যে তোমার হাসির কাছে।

হে মানবী,
তোমার জন্যই যুদ্ধ,
তুমি চাইলে সৃষ্টি, আবার তুমি চাইলেই ধ্বংস।
যদি বলো তুমি,'এইতো আছি পাশে',
হিমালয় করবো জয়,আর অন্যায়কে দিব ধ্বসে।

হে মানবী,
প্রথম দেখায় করেছিলে তুমি ভালোবাসার বীজ বপন,
চোখে আঁকা কাজলরেখায় হৃদয় করলে হরণ।
সেদিন তোমার খোঁপায় গোঁজা রক্তজবা ফুল,
চোখের ওই দুষ্টু চাহুনি করেছিল আমায় ব্যাকুল।

হে মানবী,
চিরকাল বাঁচতে চাই তোমার প্রতিটি স্পর্শ নিয়ে,
খুঁজতে চাই ভালো লাগার অর্থ, সবই তোমায় ঘিরে।
তোমাকে ছেড়ে কখনো যদি থাকতে হয় দূরে,
হে বিধাতা,দেখতে চাইনা কিছু আর,চোখ দুটো নিও তুলে।

Comments

No comments yet.