Life has its own design

by Lunar_Echoes | Published on November 3, 2024

"While we wait for life, life passes by"
আমি সর্বদা সঠিক দিনের অপেক্ষা করতাম, মানে যেদিন আমি সবচেয়ে সুন্দর কাপড় পড়তে পারবো, যেদিন আমি সবচেয়ে সুন্দর ছবি তুলবো, যেদিন আমি অনেকদিন ধরে আমার মনে থাকা সমস্ত জিনিস করতে পারবো। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সেদিন টা আমার জীবনে কখনো আসে না।
We often take it for granted. আমরা মনে করি যে ভালোবাসা দিয়ে সব কিছু পাওয়া সম্ভব এবং আমরা যে ব্যক্তিকে ভালোবাসি ,আদর করি, যত্ন করি সে সবসময় আমাদের সাথেই থাকবে। Actually, love is not enough and nothing lasts forever...
জীবন আসলে আমরা যেভাবে চালাতে চাই সেভাবে চলে না। আমরা বাস্তবে জীবনযাপন করার চেয়ে জীবন সম্পর্কে চিন্তাভাবনা করে বেশি সময় ব্যয় করি। আমাদের জীবনের প্রধান focus হওয়া উচিত কিভাবে আজকের দিনটাকেই সুদিন বানিয়ে নিজের কাজে লাগানো যায়।
আমি আমার জীবনের অর্ধেক টা সময় কাটিয়েছি এই ভেবে যে আমি যদি কালকে সব কাজ সঠিকভাবে করি তাহলে আমার দিন আজকের চেয়ে ভালো এবং সুন্দর হবে। কিন্তু দুঃখের বিষয় এটি কখনোই হয় নি, বরং আমি বাকিদের চেয়ে দুঃখী রয়ে গেলাম। যার কারণে বর্তমানে জীবনে এমন এক পর্যায়ে আছি যেখানে আমার কি করা উচিত তা নিয়ে আমি বিভ্রান্ত। আমার কি নিজের পড়াশোনা বা অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নাকি সুখী জীবযাপন করা উচিত? আমি উভয় করতে পারি কিন্তু কিভাবে I don't know...
I wish I did all the things while I still had time and not wait for the "right day"
সুদিন কখনোই আসে না, আজকের দিনটাকেই সুদিন করে নিতে হয়।।।

Comments

anonymous (November 7, 2024 01:03)

Nothing lasts forever and we both know hearts can change...

Lunar_Echoes (November 7, 2024 01:06)

November Rain 💕