২০-৩০ বছরকে বলা হয় জীবনের peak time. জীবনে যা যা করার প্যাশন থাকে, চোখ বন্ধ করে সব শুরু করার বয়স নাকি এটা। অথচ এই সময়টাতেই আমরা বেশিরভাগই লাইফের ঘানি টানার জন্য ইঁদুর দৌড়ে নেমে পড়ি। মাঝখান থেকে হুট করে কখন যে সময় চলে যায়, খবর থাকে না। সময়ের সাথে সাথে জীবনের আগ্রহ, শক্তি, আনন্দ সবই কমতে থাকে। অনেক বেকুব আবার স্বপ্ন দেখে যে, এখন ভালোমতো দৌড়াই, পরে থেমে জীবনটাকে দেখব শান্তিমতো। কিন্তু একসময় যে সুযোগ ইচ্ছা সবই নিস্তেজ হয়ে পরে, সে খেয়াল থাকে না। Eat-Sleep-Job এটাই হয়ে যায় লাইফের সংজ্ঞা।
আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ এমনই। "পড়ব-চাকরি করব-টাকা কামাবো-বাড়ি বানাব-বিয়ে করব-পেট মোটা করব খেয়ে খেয়ে-বাচ্চা দিব-মরে যাব" এর বাইরে চিন্তা করতে খুব কম মানুষই পারে। জীবনে খুব কম মানুষের সাথে পরিচয় হয়েছে যারা বড় স্বপ্ন দেখতে পারে, গণ্ডির বাইরে পা রাখার সাহস করতে পারে, "লোকে কি বলবে, ভাববে" বাদ দিয়ে নিজের মতো নিজে চেষ্টা চালিয়ে যেতে পারে।
তাই বলে আমার থামলে কি চলবে? আমার গতিময়তাই তো আমার ক্ষোভের বহিঃপ্রকাশ!
Comments
No comments yet.