অনুভূতি, ইশ্বর ও প্রেম

by anonymous | Published on November 4, 2024

যে জিনিস অনুভব করে বুঝতে হয়, সে জিনিস হিসাব কষে, বিশ্লেষন করে, গাদাগাদা বই পড়ে, দেখে, বুঝা মোটেও সম্ভব না। আমার মতে এরকম দুইটা বিষয়ের একটা হলো ইশ্বর, আরেকটা হলো প্রেম। এগুলো আগে অনুভব না করে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়াটা বোকামি।

Comments

No comments yet.